তানিয়া শেখ

তানিয়া শেখ

ফাল্গুনের এক পবিত্র সন্ধ্যায় পৃথিবীতে প্রথমবার চোখ মেলেছিলেন লেখক। পিতা ও মাতার আদরের বড়ো কন্যা। শৈশবের কিছু অংশ কেটেছিল পল্লী-প্রকৃতির মাঝে। এরপর পিভার চাকুরিসূত্রে মাঁকাতে সপরিবারে বসবাস। বর্তমানে পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন।
সীমাবদ্ধ লেখালেখির শুরুটা হয়েছিল শখের বসে। যদিও এখন তা কেবল শখ শব্দটার মধ্যে সীমাবদ্ধ নেই। জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। বই পড়তে ভীষণ ভালোবাসেন। তেমনই লিখতে। লিখতে ভালোবাসেন সামাজিক ও ফ্যান্টানি জনরা। এই লেখালেখির ক্ষেত্রে যাদের অনুপ্রেরণা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই পাঠক হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে চান তিনি। তার লেখা এক একটি শব্দ কোনো নিরালায় শান্তি শান্তি হয়ে অনুভূত হোক পাঠকের মনে।

তানিয়া শেখ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon